Wellcome to National Portal
Main Comtent Skiped

How to get Service

নতুন ভোটার তালিকা প্রস্তুতঃ

১। নির্বাচন কমিশনের নির্দেশনা

২। বাড়ী বাড়ী যেয়ে তথ্য সংগ্রহ করা

৩। ইউনিয়ন ভিত্তিক কেন্দ্রে উপস্থিত এবং ছবি তোলা, ফিংগার প্রিন্ট ও স্বাক্ষর সংগ্রহ করা।

৪। যাচাই বাছাইয়ের মাধ্যমে ভুল সংশোধন করা

৫।নির্বাচন কমিশনে প্রেরণ

৬। চুড়ান্ত ভোটার তালিকা প্রাপ্তি।

 

ভোটার স্থানান্তরঃ

১। আবেদনকারী কর্তৃক উপজেলা নির্বাচন অফিস থেকে নির্ধারিত ফরম নং-১৩ সংগ্রহ করা

২। ফরম পূরণ করা।

৩ ফরমের সাথে আই,ডি কার্ডের ফটোকপি সংযুক্ত করা।

৪। সংশ্লিষ্ট এলাকার মেম্বার/চেয়ারম্যানের স্বাক্ষর, ইউটিলিটি বিলের কাগজপত্রাদি সংযুক্ত।

৫। উপজেলা নির্বাচন অফিসার ও রেজিষ্ট্রেশন অফিসারের নিকট জমা দেওয়া।

৬। প্রধান সার্ভার অফিসে প্রেরণ।

৭। কার্য সম্পাদন।