Wellcome to National Portal
Main Comtent Skiped

Smart Card Distribution

এখন হতে যে-কোন ব্যক্তি অফিস চলাকালীন সময়ে রবিবার-বৃহস্পতিবার (সরকারি ছুটির দিন ব্যতিত), সকাল ০৯.০০ ঘটিকা- বিকেল ০৪.০০ ঘটিকা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিস, ফকিরহাট, বাগেরহাট হতে স্বশরীররে উপস্থিত হয়ে পেপার লেমিনেটেড পুরাতন জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (বায়োমেট্রিক আপডেট করে) সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য যে, যদি কারও পুরাতন পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে জিডি কপি জমা দিয়েও স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন। 

এক্ষেত্রে কোন প্রকার ফি জমা দিতে হবে না।