Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

নতুন ভোটার হওয়া:

১। নিবন্ধন ফরম-২ সংগ্রহ করা ও যথাযথভাবে ফরম পূরণ করা।

২। ১৭ ডিজিটের ডিজিটাল জন্মসনদ এর কপি,

৩। শিক্ষাগত যোগ্যতার সনদ,

৪। পিতা/মাতা/স্বামী/স্ত্রীর এন আই ডি র কপি, 

৫। পাসপোর্টের কপি (যদি থাকে),

৬। উপজেলা নির্বাচন অফিস অথবা  ইউনিয়ন ভিত্তিক কেন্দ্রে উপস্থিত এবং ছবি তোলা, ফিংগার প্রিন্ট ও স্বাক্ষর করা।

 

ভোটার তালিকায় নাম স্থানান্তরঃ

১। নির্ধারিত আবেদন ফরম নং-১৩ সংগ্রহ করা ও যথাযথভাবে ফরম পূরণ করা।

২। ফরমের সাথে আই,ডি কার্ডের ফটোকপি সংযুক্ত করা।

৩। সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র

৪। ইউটিলিটি বিলের কাগজপত্রাদি সংযুক্ত।

৫। বাড়ি ভাড়া রশিদ/ চৌকিদরী কর রশিদ

৬। প্রয়োজন ক্ষেত্রে জন্মসনদের কপি

৭। উপজেলা নির্বাচন অফিসে জমা দেওয়া।

 

জাতীয় পরিচয়পত্র সংশোধন:

১। সংশোধনী আবেদন ফরম-২ সংগ্রহ করা ও যথাযথভাবে ফরম পূরণ করা।

২। সংশোধনী আবেদনের নির্দেশাবলী নিন্মে সংযুক্ত করা হল: